ফেসবুক ডার্ক মোড করার নিয়ম
চলুন মূল কাজটি দেখে নিই। অর্থাৎ Facebook dark mode করার নিয়ম। আপনি যদি ফেসবুক ডার্ক মোড চালু করতে চান তাহলে প্রথমে আপনার ফেসবুক অ্যাপ (facebook app) টি ওপেন করে নিন। এখানে একটি কথা বলে রাখি, আপনার ফেসবুক অ্যাপটি আপডেটেড (updated facebook app) থাকতে হবে। আপডেট করা না থাকলে গুগল প্লেস্টোর (playstore) থেকে আপডট করে নিবেন।আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করার পর উপরে ডানপাশে খেয়াল করুন এখানে তিনটি দাগ দেখা যাচ্ছে। এই তিনটি দাগের উপর ক্লিক করলে আপনার প্রোফাইলসহ আরো কিছু সেটিংস দেখতে পাবেন। এখান থেকে সবার নিচে Settings & Privacy তে ক্লিক করুন। এবার আপনাকে কিছু সেটিংস দেখাবে। এখানে একটা জিনিস খেয়াল করুন একটি সেটিংস আছে Dark Mode নামে।
আপনি শুধুমাত্র এটিতে ক্লিক করুন। ক্লিক করার পর এটি On/Off করার অপশন পাবেন। ফেসবুকে ডার্ক মোড চালু করার জন্য এটি অন করে দিন।
দেখে নিন কিভাবে ইনস্টাগ্রামে ডার্ক মোড চালু করবেন
ফেসবুক ডার্ক মোড বন্ধ করার উপায়
এবার আপনাকে বলবো কিভাবে আপনি ফেসবুক ডার্ক মোড বন্ধ করে দিবেন। আপনি যদি ফেসবুক ডার্ক মোড বন্ধ করতে চান তাহলে উপরের নিয়মে আবার সেটিংস গুলো তে যান। এবং সবশেষে ডার্ক মোড থেকে অফ করে দিন।ব্যাস কাজ শেষ। এভাবেই পারবেন আপনি খুব সহজে ফেসবুক ডার্ক মোড চালু বা বন্ধ করে নিতে।তাহলে উপরে দেখানো নিয়ম অনুসরণ করে আপনার ফেসবুকে ডার্ক মোড facebook dark mode settings android অন করে নিন আর উপভোগ করুন দারুন এই সেটিংসটি। এমন আরও টিপস পেতে আমাদের সাথে থাকুন। আমাদের এই "সহজ উপায়" ব্লগে আমরা প্রতিনিয়ত বিভিন্নদরকারি মোবাইল টিপস শেয়ার করি। এতক্ষণ ধরে পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।


0 Comments