ইনস্টাগ্রাম অ্যাপে ডার্ক মোড

 

Enable Instagram Dark Mode In Android Or iPhone

পোস্টের টাইটেল দেখে আপনি বুঝে গেছেন আমি কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকের পোস্টে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি ইনস্টাগ্রাম অ্যাপ এ ডার্ক মোড (instagram dark mode) অন করবেন। খুব সহজ একটি উপায়। এক মিনিটের মধ্যে আপনি ইনস্টাগ্রাম ডার্ক মোড চালু করতে পারবেন।

বর্তমান সময়ের জন্য ইনস্টাগ্রাম একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ। অনেক মানুষ এই ইনস্টাগ্রাম ব্যবহার করে। ইনস্টাগ্রামে প্রতিনিয়ত বিভিন্ন আপডেট (instagram update) যোগ হয়। এমনই একটি আপডেট হলো ডার্ক মোড ( dark mode) বা কালো থিম। বর্তমানে বেশিরভাগ অ্যাপের মধ্যে কালো থিমটি রয়েছে। ইনস্টাগ্রাম পিছিয়ে নেই। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ ডার্ক মোড অপশনটি নিয়ে এসেছে। আপনি চাইলে খুব সহজেই এর ডাক মোড চালু করে নিতে পারবেন।

কিভাবে ইনস্টাগ্রাম ডার্ক মোড চালু করবেন (Enable instagram dark mode)

অনেক তো বকবক করলাম। এবার ফিরে আসি কাজের কথায়। আপনি যদি ইনস্টাগ্রামে ডার্ক মোড (instagram dark mode setting) চালু করতে চান তাহলে আমার দেখানো উপায় গুলো অনুসরন করুন।

প্রথমে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনি ইনস্টাগ্রাম অ্যাপ এর news feed এ থাকবেন। এখান থেকে নিচের ডান পাশে আপনার প্রোফাইল পিকচারটি দেখতে পাবেন। এখন এই  প্রোফাইল পিকচারে ক্লিক করুন। তাহলে আপনি সরাসরি আপনার প্রোফাইলে চলে যাবেন। আপনার প্রোফাইলে যাওয়ার পর এবার আপনার কাজ হলো উপরে ডানপাশে একটু খেয়াল করুন। দেখুন উপরের ডান পাশে তিনটি দাগ রয়েছে। এ তিনটি দাগের উপর ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে ডান পাশ থেকে একটি উইন্ডো বের হবে। এই উইন্ডোর সবার নিচে Settings একটি অপশন আছে। এই সেটিংস অপশনে ক্লিক করুন। সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে অনেকগুলো সেটিংস দেখাবে। 


আপনি যদি ডার্ক মোড চালু (turn on dark mode) করতে চান তাহলে আপনাকে সবার শেষে আসতে হবে। অর্থাৎ সেটিংস গুলো স্ক্রল করে নিচের দিকে নামতে হবে। নিচে দেখুন থিম নামে একটি অপশন আছে। আপনি এই থিম অপশনটিতে ক্লিক করুন। এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

⚫ Light
⚫ Dark

স্বাভাবিকভাবে Light Mode টি চালু থাকে। আপনি যদি Dark mode চালু করতে চান তাহলে ডার্ক মোড এর পাশে রেডিও বাটনে টিক মার্ক দিন। সাথে সাথে আপনার ইনস্টাগ্রাম অ্যাপটির ডাক মোড চালু হয়ে যাবে।

কিভাবে ইনস্টাগ্রাম ডার্ক মোড বন্ধ করবেন (Turn Off Instagram Dark Mode)

এবার আপনি হয়তো ভাবছেন কীভাবে ডার্ক মোড বন্ধ করবেন। উপরের দেখানো অপশন গুলো অনুসরণ করে আপনি আবার থিম সেটিং এ যান। এখান থেকে আবার থিম অপশন Light করে দিন। এভাবে আপনি আবার ইনস্টাগ্রাম অ্যাপটি স্বাভাবিকভাবে অর্থাৎ আগের মত করে নিতে পারবেন।

নিয়মিত বিভিন্ন টিপস পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের এই সাইটে আমরা বিভিন্ন টিপস শেয়ার করে থাকি। আমার এ পোস্টটি যদি আপনার ভাল লাগে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।।

Post a Comment

0 Comments