আমরা অনেকেই আমাদের ভুলবশত ফেসবুকে দেওয়া আমাদেরকে মেসেজ গুলো আমরা ডিলিট করে ফেলি।
অনেক সময় দেখা যায় মেসেজগুলা আমাদের অনেক গুরুত্বের কারণ হয়ে দাঁড়ায়। বিষয়টা এরকম আমাদের মেসেজগুলো লাগবেই।
তাহলে কিভাবে ঐ গুলা কে আবার ফিরে পাব? এর জন্য আপনাকে মেসেজ গুলা কে আবার রিকভার করতে হবে।
কিন্তু কিভাবে করবেন এর সম্পর্কের আমি এই পোস্টে আলোচনা করেছি!
আপনি যে আইডিতে মেসেজ গুলা কে রিকভার করতে চান প্রথমে ওই আইডি তে ঢুকুন তারপর ঐখান থেকে সেটিং অপশন চলে যান এবং Your Facebook Information ক্লিক করুন!
এটাতে ক্লিক করার পর আপনি নিচে একটি অপশন দেখতে পারবেন আর সেটা হল Download Your Information.
এটাতে ক্লিক করার পর আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখন আপনাকে এখান থেকে মেসেজ অপশন সিলেক্ট করতে হবে কারণ আপনি মেসেজ রিকভার করতে চান!
তারপর কিছুক্ষণ সময় নেবে তারা আপনার ফাইল তৈরি করতে।আর এসময় আপনার ফাইলটি পেন্ডিং এ থাকবে।
কিছুক্ষণ পর ফেসবুকে আপনাকে একটি নোটিফিকেশন দিবে আপনি ওটাতে ক্লিক করার পর ডাউনলোড অপশন টা পেয়ে যাবেন!
এবং এখানে ক্লিক করে খুব সহজেই আপনার মেসেজগুলো রিকভার করতে পারবেন!
এটা সাধারণত জিপ ফাইল আকারে ডাউনলোড হবে আপনি এটাকে এক্সট্রাক্ট করে ফাইলগুলো পেতে পারেন।
এভাবে আপনি আপনার ডিলিট হওয়া মেসেজগুলো কে খুব সহজে রিকভার করতে পারবেন।





0 Comments